রবিবার । মে ১৯, ২০২৪ । । ১২:৩১ এএম

ব্যাংকে ঈদের আমেজ, গ্রাহক চাপ নেই

নিজস্ব প্রতিবেদক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2021-05-16 13:36:33 BdST হালনাগাদ: 2021-11-10 18:06:38 BdST

Share on

ব্যাংকে ঈদের আমেজ, গ্রাহক চাপ নেই

তিন দিন ছুটির পর দেশের সব ব্যাংক আজ খুলেছে। তবে ব্যাংকগুলোতে গ্রাহকদের তেমন চাপ নেই বললেই চলে। ব্যাংক কর্মকর্তারা ঈদ–পরবর্তী আনন্দ ভাগাভাগি করে সময় পার করছেন। পুরোনো গ্রাহকেরাও এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।


করোনাভাইরাসের চলাচলে বিধিনিষেধের কারণে আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে।


রাজধানী ঘুরে দেখা গেছে, গুলশান ও বনানীর শাখাগুলোতে তেমন চাপ নেই। আর মতিঝিলের শাখায় গ্রাহক থাকলেও খুবই কম। এবারের ঈদে ছুটি না পাওয়ায় কর্মকর্তারা অফিস করছেন। তবে করোনায় রোটেশনের কারণে কেউ কেউ অফিসে নেই। যাঁরা অফিসে এসেছেন তাঁরা গল্পগুজব করে সময় পার করছেন। মতিঝিলে অনেক কর্মকর্তাকে দল বেঁধে আড্ডা দিতেও দেখা গেছে।


সব সময় ভিড় লেগে থাকে, মতিঝিলে এমন শাখার মধ্যে ইসলামী ব্যাংকের স্থানীয় শাখা একটি। ওই শাখার ব্যবস্থাপক আনিসুল হক প্রথম আলোকে বলেন, আজ তেমন গ্রাহক চাপ নেই।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত