রবিবার । মে ১৯, ২০২৪ । । ০৩:৪৬ এএম

উত্তরায় চালু হল জুনায়রা'স মিরর

নিজস্ব প্রতিবেদক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2023-03-15 19:24:56 BdST হালনাগাদ: 2023-03-23 11:25:44 BdST

Share on

উত্তরায় চালু হল জুনায়রাস মিরর বাই সাদিয়া। উদ্বোধন করেন উত্তরা লেডিজ ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফ (ডান থেকে দ্বিতীয়)। ছবি: নতুন আলো

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে চালু হল মেয়েদের পোশাকের আউটলেট ‌‘জুনায়রা'স মিরর বাই সাদিয়া’। মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৫টায় এ শোরুমটি উদ্বোধন করা হয়।


নতুন চালু হওয়া এই শোরুমটিতে পাওয়া যাচ্ছে মূলত ভারত ও পাকিস্তানের নানা নকশার সালোয়ার-কামিজ, থ্রি-পিস ও শাড়ি। এর মধ্যে রয়েছে কাঞ্চিভারাম, খাঁটি সিল্কের গাড়োয়াল, সিকো গাড়োয়াল, পাটোলা সিল্ক, লিনেন, দিল্লী বুটিক, ভারতীয় শাড়ি, পাকিস্তানী শাড়ি।

জুনায়রা'স মিরর বাই সাদিয়া'র সত্ত্বাধিকারী সাদিয়া হায়দার পলিন ও ক্রেতা-দর্শনার্থীরা। ছবি: নতুন আলো

| জুনায়রা'স মিরর বাই সাদিয়া'র সত্ত্বাধিকারী সাদিয়া হায়দার পলিন ও ক্রেতা-দর্শনার্থীরা। ছবি: নতুন আলো

 

জুনায়রা'স মিরর এর সত্ত্বাধিকারী সাদিয়া হায়দার পলিন নতুন আলো টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসকালীন সময়ে ২০১৬ সালে আমি যখন মাতৃত্বকালীন ছুটিতে ছিলাম, সে সময় জুনায়রা'স মিরর শুরু করি। শুরুটা অনলাইনভিত্তিক হলেও আমি ওখানে আমার বাসার গ্যারেজে একটি আউটলেটও চালু করেছিলাম। অনলাইনে ও অফলাইনে বেশ ভালো সাড়া পেয়েছি।

জুনায়রা'স মিরর বাই সাদিয়া'র সত্ত্বাধিকারী সাদিয়া হায়দার পলিন, স্বামী আবু জাফর শিপলু ও মেয়ে জুনায়রা। ছবি: নতুন আলো

| জুনায়রা'স মিরর বাই সাদিয়া'র সত্ত্বাধিকারী সাদিয়া হায়দার পলিন, স্বামী আবু জাফর শিপলু ও মেয়ে জুনায়রা। ছবি: নতুন আলো

 

সাদিয়া হায়দার পলিনের প্রথম সন্তান জুনায়রা। মেয়ের নামেই এ ফ্যাশন আউটলেটের নাম রাখা হয়েছে।


‘জুনায়রা'স মিরর বাই সাদিয়া’ আউটলেটের উদ্বোধন করেন উত্তরা লেডিজ ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফ।

জুনায়রা'স মিরর বাই সাদিয়া'র উদ্বোধনী দিনে ক্রেতা-দর্শনার্থী। ছবি: নতুন আলো

| জুনায়রা'স মিরর বাই সাদিয়া'র উদ্বোধনী দিনে ক্রেতা-দর্শনার্থী। ছবি: নতুন আলো

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জুনায়রা'স মিরর এর সত্ত্বাধিকারী সাদিয়া হায়দার পলিন, ব্যবসায়ি আবু জাফর শিপলু, আবু ফয়সাল মিষ্টি, সাগর আহমেদসহ আরও অনেকে।

জুনায়রা'স মিরর বাই সাদিয়া উদ্বোধন হয় মঙ্গলবার বিকাল ৫টায়। ছবি: নতুন আলো

| জুনায়রা'স মিরর বাই সাদিয়া উদ্বোধন হয় মঙ্গলবার বিকাল ৫টায়। ছবি: নতুন আলো

 

জুনায়রা'স মিরর বাই সাদিয়া'র ঠিকানা- বাড়ি ২/এ, রোড ১৩, সেক্টর ৪, উত্তরা, ঢাকা ১২৩০। রাজলক্ষ্মী শপিং মলের বিপরীত পাশে সী শেল রেস্টুরেন্টের নিচ তলায়।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত