আসছে ঈদকে সামনে রেখে রাজধানীর জনপ্রিয় ফ্যাশন হাউজ চন্দ্রবিন্দুতে এসেছে ৩ হাজার নতুন ডিজাইনের নারী পুরুষ ও শিশুদের বর্ণিল সব পোশাক। এর মধ্যে রয়েছে থ্রি-পিসের ৩০০ ডিজাইন, ৬০০ ডিজাইনের পাঞ্জাবী, ৫০০ ডিজাইনের শাড়ি, মেয়ে শিশুদের জন্য এসেছে ১ হাজারেরও বেশি নতুন ডিজাইনের পোশাক।

এছাড়াও ফ্যাশন হাউজটিতে ১৫০টি ডিজাইনের মেয়েদের কুর্তি আর লং গাউন এসেছে। ভারতীয় শাড়ির ৭০টি ডিজাইন। নারী আর শিশুদের জুতার ৫০টি ডিজাইন রয়েছে চন্দ্রবিন্দুতে। মিরপুরে সনি সিনেমা হলের বিপরীতে ১০ হাজার বর্গফুট আয়তনজুড়ে ঈদের এমনই বর্ণাঢ্য সাজে সেজেছে চন্দ্রবিন্দু।

চন্দ্রবিন্দুর সত্ত্বাধিকারী মিরানা জাফরিন চৌধুরীর সঙ্গে কথা বলে জানা গেছে ফ্যাশন হাউজটির এবারের ঈদ আয়োজনের কথা। আসন্ন ঈদকে ঘিরে চন্দ্রবিন্দুর বড় প্রস্তুতি থাকলেও ক্রেতাদের সমাগম ও বিক্রি কম বলে জনান তিনি।

মিরানা জাফরিন নতুনআলো টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ ঘনিয়ে আসছে। কিন্তু সে অনুপাতে ক্রেতা সমাগম কম। কিন্তু অন্যান্য বছর এই সময় থেকেই ক্রেতাদের আসা-যাওয়া বেড়ে যায়। এবারের ঈদে আমাদের বড় প্রস্তুতি রয়েছে। ক্রেতাদের কেনাকাটা সেভাবে এখনও জমে না ওঠায় আমরা একটু ভয়ে আছি। সারা বছরজুড়ে এই একটি ঈদকে কেন্দ্র করে আমাদের বিশেষ ও বড় প্রস্তুতি থাকে।

ক্রেতা সমাগম কম কেন এমন প্রশ্নের উত্তরে মিরানা বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে হুটহাট বৃষ্টি হচ্ছে। কম ক্রেতা হওয়ার এটি একটি বিশেষ কারণ বলে মনে হচ্ছে।

চন্দ্রবিন্দুতে কি ধরণের পোশাকের চাহিদা বেশি জানতে চাইলে মিরানা বলেন, নারী ও শিশুদের পোশাক আর ছেলেদের পাঞ্জাবীর জন্য চন্দ্রবিন্দুতে ক্রেতাদের সমাগম বেশি থাকে। যদিও আমাদের এখানে সব ধরণের পোশাকের বিক্রি ভালো।

ঢাকায় চন্দ্রবিন্দুর ৪টি ও ঢাকার বাইরে ১৪টি শাখা রয়েছে। সব শাখাতেই রয়েছে ঈদের আকর্ষণীয় সব ডিজাইনের বড় আয়োজন। তবে ঈদকে কেন্দ্র করে দেশে ভারতীয় পোশাকের চাহিদা থাকলেও চন্দ্রবিন্দু শুরু থেকেই দেশি পোশাকেই বরাবরই গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে আসছে।

‘এই ঈদকে কেন্দ্র করে আমাদের সবগুলো আউটলেটে কয়েক হাজার নতুন ডিজাইনের পোশাক এনেছি। শুধু তাই নয়, এই সপ্তাহে আমরা মিরপুর ১০ নম্বরে ও কালশি রোডে চন্দ্রবিন্দুর নতুন দুটি আউটলেট চালু করছি। সব মিলিয়ে এবারের ঈদে আমাদের বড় প্রস্তুতি রয়েছে। কিন্তু এখনও কাঙ্খিত সাড়া পাচ্ছিনা।’

চন্দ্রবিন্দুতে কি ধরণের পোশাক পাওয়া যায় এই প্রশ্নের বেশ বড় উত্তর মিলবে। বরং কি পাওয়া যায় না এমন প্রশ্ন করলে উত্তর হবে সংক্ষিপ্ত। কেননা প্রায় সব রকম ফ্যাশন পণ্য পাওয়া যায় বলে চন্দ্রবিন্দু রাজধানীর একটি ওয়ানস্টপ ফ্যাশন হাউজ হিসেবে পরিচিতি পেয়েছে। চন্দ্রবিন্দুতে নারী পুরুষ ও শিশুদের পাঞ্জাবি, শার্ট প্যান্ট, জুতা, থ্রি পিস, শাড়ি, অন্তর্বাস, প্রসাধনী, খেলনাসহ প্রায় সব রকম ফ্যাশন সামগ্রী পাওয়া যায়। নারী ও শিশুদের পোশাকের জন্য চন্দ্রবিন্দুর রয়েছে বিশেষ সুনাম। আর এই ঈদে এসব পণ্যের পসরায় যুক্ত হয়েছে নতুন সব আকর্ষণীয় বর্ণিল ডিজাইন।